ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

রাজধানীর এফআর টাওয়ারে আগুন: সব হাসপাতালকে জরুরি সেবার নির্দেশ

প্রকাশিত : ১৬:৪৩, ২৮ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর বনানীর এফ এ টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের জরুরি চিকিৎসাসেবা দেওয়ার জন্য রাজধানীর সব সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ভবনে আটকে পড়াদের উদ্ধারের ইতোমধ্যে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। ভয়াবহ এ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে ইতোমধ্যেই যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কয়েকটি ইউনিট।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সত্যকাম চক্রবর্তী বলেন, সব হাসপাতালকে দ্রুততম সময়ে চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সব খরচ সরকার বহন করবে। বেসরকারি হাসপাতালগুলোর চিকিৎসার খরচ পরবর্তীতে সরকার প্রদান করবে।

কুয়েত মৈত্রী হাসপাতালের দুইটি অ্যাম্বুলেন্সসহ প্রায় ১০টি অ্যাম্বুলেন্স সরকারি নির্দেশনায় কাজ করছে বলে জানা গেছে।

তিনি আরও বলেন, ঢামেকের বার্ন ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া এ ঘটনায় হাসপাতাল সেবার মূল কাজ করতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে প্তস্তুত রাখা হয়েছে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি