ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

পল রবিনসনের জন্মদিন আজ

প্রকাশিত : ১৭:৪০, ১৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৪০, ১৫ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

পল রবিনসন। ইংল্যান্ডের পেশাদার ফুটবলার। বর্তমানে বার্নলি ক্লাবে মাঠ মাতাচ্ছেন এই গোলরক্ষক। খুব কম সময়ে ফুটবলে নিজের দ্ধসঢ়;ক্ষতার প্রমাণ দিয়ে জয় করেছেন হাজারো দর্শকের মন। ১৯৭৯ সালে আজকের এই দিনে ইংল্যান্ডে জ্ধসঢ়;ন্মগ্রহন করেন তিনি। পুরো নাম পল উইলিয়াম রবিনসন। তবে, সবার কাছে পল রবিনসন নামেই পরিচিত। ছোটবেলা থেকেই ফুটবল খেলতে পছন্দ করতে। প্রথমে স্কুল ভিত্তিক পরে পেশাদার ফুটবলে জড়িয়ে পরেন এই কুশলি ফুটবলার। প্রথম ক্লাব হিসেবে খেলেছেন ইয়র্ক সিটির জার্সিতে। যুব ক্যারিয়ারে এছাড়া খেলেছেন লেডস ইউনাইটেডে। যুব ক্যারিয়ারে ভালো খেলায় সুযোগ পেয়েছেন বয়সভিত্তিক দলে। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত এই ক্লাবে ম্যাচ খেলেছেন ৯৫টি। এরপর খেলেন টটেনহাম হট্ধসঢ়;সপারে। টটেনহামের জার্সিতে খেলেছেন চার মৌসুম। ভালো খেলায় ক্যারিয়ারে ডাক পেয়েছেন ক্লাব থেকেই। ২০০৮ সালে নতুন করে মাঠে নামেন ব্লাকর্বান রোভার্সে। আর  এই ক্লাবের হয়েই খেলেন ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ। ২০১৫ সাল পর্যন্ত ম্যাচ খেলেছেন ১৮৯টি। আর ২০১৬ সাল থেকে খেলে যাচ্ছেন বার্নলি ক্লাবের সঙ্গে। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও আলো ছাড়ান এই দক্ষ ফুটবলার। প্রথমে ইংল্যান্ড অনুর্ধ্ব-২১ দলে। পরে ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত খেলেছেন ইংল্যান্ডের জাতীয় দলে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি