ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

আহতদের সুচিকিৎসা নিশ্চিত করুন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২১:৫৭, ২৮ মার্চ ২০১৯ | আপডেট: ২২:১৬, ২৮ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর এফআর টাওয়ারের ভয়াবহ আগুনে জীবন ও সম্পদহানির ঘটনায় বৃহস্পতিবার গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী উদ্ধার অভিযান ও আহতদের চিকিৎসা বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছেন।
এর আগে শেখ হাসিনা আগুন নেভানো ও উদ্ধার অভিযান পরিচালনায় ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে কাজ করতে সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের উদ্ধার তৎপরতা তদারকি করছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি আজ বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এবং উদ্ধার তৎপরতায় সার্বক্ষণিক তদারকি করছেন, তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি গভীর শোক জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান বলেন, মহান আল্লাহ আমাদের এ ধরনের বিপর্যয় থেকে রক্ষা করুন। আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশের সকল মানুষের কাছে আমরা দোয়া চাই।
তথ্যমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে হতাহতের সংখ্যা যাতে কম হয় সেজন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে এবং হতাহত যাতে কম হয় সেজন্য আমাদের দমকল কর্মীরা দক্ষতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংসদ সদস্যরা, সিটি মেয়র এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
তিনি অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি