ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

৬ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩১৫ রান

প্রকাশিত : ০৯:১০, ১৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ০৯:১০, ১৬ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে তৃতীয় দিন শেষে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩১৫ রান। দুবাই ইন্টারন্যাশলান ক্রিকেট স্টেডিয়ামে ১ উইকেটে ৬৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ক্যারিবিয়রা। দলের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান করেন ড্যারেন ব্রাভো। আর মারলন স্যামুয়েলসের ব্যাট থেকে আসে ৭৬ রান। এছাড়া, ২৭ রানে অপরাজিত রয়েছেন শেন ডরিচ ও হোল্ডার আছেন ১০ রানে। পাকিস্তানের হয়ে দুইটি করে উইকেট পেয়েছেন ওয়াহাব রিয়াজ ও ইয়াসির শাহ। এরআগে, আজহার আলির ট্রিপল সেঞ্চুরিতে ৩ উইকেট হারিয়ে ৫৭৯ রানের বিশাল স্কোর করে প্রথম ইনিংস ঘোষণা করে পাক বাহিনী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি