ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

পোকার আক্রমণে নষ্ট হতে বসেছে ঝিনাইদহের কয়েকশ’ বিঘা জমির ধান

প্রকাশিত : ১০:৩৩, ১৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:৩৩, ১৬ অক্টোবর ২০১৬

পোকার আক্রমণে নষ্ট হতে বসেছে ঝিনাইদহের কোটচাঁদপুরের কয়েকশ’ বিঘা জমির ধান। কিটনাশক দিয়েও পোকা দমন না হওয়ায় হতাশ কৃষকরা। এজন্য কৃষি বিভাগের তদারকির অভাবকে দুষছেন তারা। তবে কৃষি বিভাগ বলছে, কৃষকদের সচেতন করতে উদ্যোগ নেয়া হয়েছে। নলিমাছি নামে ছোট জাতীয় পোকার আক্রমণে নষ্ট হচ্ছে কোটচাঁদপুরের কয়েকশ’ বিঘা জমির ফসল। এরইমধ্যে ধানের ছড়াগুলো মুড়িয়ে হলদে হয়ে গেছে। কোটচাঁদপুর উপজেলার বড়বামনদহ, কাশিপুর গ্রামের নারায়ন বিল ও চুলকানির বিলের বেশিরভাগ ধানক্ষেতের চিত্রই এরকম। কীটনাশক দিয়েও ক্ষেতের ধান বাঁচাতে পারছেন না কৃষকরা। হঠাৎ পোকার আক্রমণে ফসল নষ্ট হওয়ায় লোকসানের আশঙ্কায় দিন কাটছে কৃষকদের। কৃষিবিভাগ বলছে, আবহাওয়ার কারণে পোকার আক্রমণ হচ্ছে। তবে পোকা দমনে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। দ্রুত পোকা দমন করে ফসল বাঁচানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি