ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

ব্রিকস ও বিমসটেক সম্মেলনে যোগ দিতে ভারতের গোয়া গেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১:১৫, ১৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ১১:১৫, ১৬ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

সকালে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। দুপুরে বিমসটেকভুক্ত দেশগুলোর নেতাদের সম্মানে গোয়ার মুখ্যমন্ত্রীর  দেয়া মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিকালে আউটরিচ সামিটের আগে বিমসটেক নেতাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন তিনি। রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হবে। সোমবার সকালে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। সম্মেলনের ব্রিকস সদস্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্ধসঢ়;লাদিমির পুতিন, চীনের  প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল টেমের, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নেবেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি