ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

দুই নামে চলছে একটি ট্রেন

প্রকাশিত : ১১:০৯, ১৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ১১:০৯, ১৬ অক্টোবর ২০১৬

ট্রেন এক কিন্তু নাম দুই। চলছে রাজবাড়ি থেকে ফরিদপুর আর কালুখালি থেকে ভাটিয়াপাড়া এক্সপ্রেস নামে। আবার গোয়ালন্দ-রাজবাড়ি থেকে রাজশাহী, দর্শনা কিংবা খুলনা রুটেও সারাদিনে চলছে একটি মাত্র ট্রেন। যাত্রী দুর্ভোগের কথা জেনে মন্ত্রী বললেন, রেলের উন্নয়নে মেগা প্রকল্প বাস্তবায়নের পথে। পশ্চিমবঙ্গের নদীয়া-কৃষ্ণনগর থেকে এদেশে প্রথম রেললাইন স্থাপন হয়েছিল কুষ্টিয়ার জগতি পর্যন্ত। ঢাকার সঙ্গে সহজ যোগাযোগ গড়তে পরে তা বর্ধিত হয় রাজবাড়ি-গোয়ালন্দ পর্যন্ত। সেই থেকে রেল যোগাযোগ এ অঞ্চলের মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও সাম্প্রতিক ট্রেনের সংখ্যা কমে যাওয়ায় ভোগান্তির অন্ত নেই মানুষের। ট্রেনের সঙ্কটে স্টেশনগুলোও যাত্রীশুণ্য। ভিন্ন-ভিন্ন রুটে একক ট্রেন চলছে দুই নামে। যার প্রভাব পড়েছে কৃষিপণ্য রফতানি তথা ব্যবসা বাণিজ্যে। মন্ত্রী বললেন, রেলের উন্নয়নে ঢেলে সাজানো হচ্ছে পুরো ব্যবস্থাপনা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি