ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

ভারতের গোয়ায় ব্রিকস-বিমসটেক সামিটে বিকেলে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫:১০, ১৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৫:১০, ১৬ অক্টোবর ২০১৬

ভারতের গোয়ায় বিকেলে শুরু হচ্ছে ব্রিকস-বিমসটেক সামিট। এরইমধ্যে সামিটে যোগ দিতে গোয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। রোববার সকাল ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় মন্ত্রিসভার কয়েকজন সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানটি স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় গোয়া নেভাল এয়ারপোর্টে পৌঁছায়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর। ফুলেল শুভেচ্ছা, স্ট্যাটিক গার্ড প্রদর্শন ও সাংস্কৃতিক উপস্থাপনায় বরণ করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দুপুরে বিমসটেকভুক্ত দেশগুলোর নেতাদের সম্মানে গোয়ার মুখ্যমন্ত্রীর দেয়া মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর ব্রিকস-বিমসটেক নেতাদের আউটরিচ সামিটের আগে বিকাল ৩টা ৪৫ মিনিটে বিমসটেক নেতাদের রিট্রিটে অংশ নেবেন শেখ হাসিনা। রাত ৯টায় ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বিভিন্ন ছবিতে সাজানো হয়েছে গোয়ার রাজপথ। শোভাপাচ্ছে বিভিন্ন দেশের পতাকা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি