ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

ইরাকের মসুল থেকে আইএস হঠাতে অভিযান শুরু করেছে সরকারি বাহিনী

প্রকাশিত : ১২:৩৭, ১৭ অক্টোবর ২০১৬ | আপডেট: ১২:৩৭, ১৭ অক্টোবর ২০১৬

ইরাকের মসুল থেকে আইএস হঠাতে অভিযান শুরু করেছে সরকারি বাহিনী। প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির ঘোষণার পর পরই অভিযানে নামে সেনাবাহিনী। আবাদি বলেন, মসুলকে আইএসমুক্ত করার অভিযান শুরু হলো। খুব শিগগিরই আইএসকে হটিয়ে শহরটি মুক্ত করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রীর ঘোষণার পরপরই সরকারি বাহিনী অভিযানে নেমেছে। অভিযান শুরু করার আগেই মসুলের অধিবাসীদের সতর্ক করে লিফলেট ছড়ানো হয়েছে। প্রায় ২৫ হাজার ইরাকি সেনা  অভিযানে অংশ নিচ্ছে। ২০১৪ সালের জুন থেকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দখল করে আছে জঙ্গিগোষ্ঠী আইএস।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি