ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

নিষিদ্ধ সংগঠন জেএমবির ৩ সদস্যের ১০ বছর করে কারাদন্ড

প্রকাশিত : ১৪:২৫, ১৭ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৪:২৫, ১৭ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

নিষিদ্ধ সংগঠন জামাতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি)’র ৩ সদস্যকে ১০ বছর করে কারাদন্ড দিয়েছে খাগড়াছড়ির বিশেষ ট্রাইব্যুনাল। আজ সোমবার সকালে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মো. ইনামুল হক ভূঁইয়া’র বিশেষ ট্রাইবুন্যাল থেকে এই রায় দেয়া হয়। সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, কুমিল্লার দেবীদ্বারের ছুটনা গ্রামের জেএমবির চট্টগ্রাম অঞ্চলের দ্বিতীয় শীর্ষ নেতা আব্দুর রহিম ওরফে জাহিদ হোসেন, খাগড়াছড়ি মাটিরাঙ্গার শান্তিপুর গ্রামের দেলোয়ার হোসেন ও মো. ইউনুছ। দীর্ঘ ৭বছর পর এ রায় দেয়া হয়। ২০০৯ সালের ২৭-শে সেপ্টেম্বর মাটিরাঙ্গার শান্তিপুর এলাকায় জেএমবি’র প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান পায়  নিরাপত্তাবাহিনী। পরদিন সাজাপ্রাপ্ত ওই পাঁচজনকে আসামী করে সন্ত্রাস বিরোধী আইনে থানায় মামলা দায়ের করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি