ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

সেবাস্তিয়ান আবেরুর জন্মদিন আজ

প্রকাশিত : ১৭:২৭, ১৭ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:২৭, ১৭ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

সেবাস্তিয়ান আবেরু। উরুগুয়ের পেশাদার ফুটবলার। বর্তমানে সান্তা টেকলা ক্লাবে খেলছেন এই স্ট্রাইকার। ১৯৭৬ সালে আজকের এই দিনে উরুগুয়ের মিনাস শহরে জন্মগ্রহন করেন তিনি। পুরোনাম ওয়াশিংটন সেবাস্তিয়ান আবেরু গ্যারো। তব্ধেসঢ়;, সবার কাছে সেবাস্তিায়ান আবেরু নামেই পরিচিত। ক্যারিয়ারে প্রথম ফুটবল খেলা শুরু করেন ডিফেন্স ক্লাবের জার্সিতে। যুব ক্যারিয়ারে এই ক্লাবের হয়ে খেলেন তিন মৌসুম। এই ক্লাবে খেলার সময় ম্যানেজারের নজর কাড়লে সুযোগ পেয়েছেন বয়সভিত্তিক দলেও। বয়সভিত্তিক দলে ডিফেন্স ক্লাবে ক্লাবে এক মৌসুমে ২৪টি ম্যাচ খেলে গোল করেছেন ১৩টি। এরপর খেলেচেন সান লরেঞ্জো ক্লাবে। ১৯৯৮ সালে নতুন করে মাঠে নামেন দেপোর্তিভোর হয়ে। ২০০৪ সাল পর্যন্ত ৪৩ টি ম্যাচ খেলে গোল পেয়েছেন ২৬টি। আর এই ক্লাবের হয়ে মাঝে ধারে খেলেন আরো ৭টি ক্লাবে। ভালো খেলায় ক্যারিয়ারে ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকেই। ২০০৪ সালে এক মৌসুমের জন্য খেলেন নাসিওনাল ক্লাবে।এছাড়া খেলেছেন সিনালোয়া, সান লুইস, টাইগ্রেস, রিভার প্লেট, রিয়াল সোসিয়েদাদসহ আরো অনেক ক্লাবে। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও সমান তালে খেলেছেন এই তারকা ফুটবলার। ১৯৯৬ থেকে ২০১২ সাল পর্যন্ত খেলেন উরুগুয়ের জাতীয় দল্ধেসঢ়;। জাতীয় দলের জার্সিতে ৭০টি ম্যাচ খেলে গোল করেছেন ২৬টি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি