ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

ময়মনসিংহের ৮ রাজাকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

প্রকাশিত : ১৭:১৭, ১৭ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:১৭, ১৭ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

ময়মনসিংহের মুক্তাগাছার ৮ রাজাকারের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ অভিযোগ আমলে নিয়ে ১৩ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এ মামলায় আট আসামির মধ্যে চারজন পলাতক রয়েছেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবুল কালাম। চলতি বছরের ১৭ সেপ্টেম্বর ৮ রাজাকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন দাখিল করে রাষ্ট্রপক্ষ। আসামিদের বিরুদ্ধেহত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, নারী নির্যাতন, লুটপাট, অপহরণসহ ৮টি অভিযোগ আনা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি