ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

তারেক রহমান ও তাঁর বন্ধু মামুনকে সাজা দিয়ে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ

প্রকাশিত : ১৭:২০, ১৭ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:২০, ১৭ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে সাজা দিয়ে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। বিচারপতিদের সইয়ের পর সোমবার ৮২ পৃষ্ঠার রায়টি প্রকাশ করা হলো। চলতি বছরের ২১ জুলাই হাইকোর্টের রায়ে তারেক রহমানকে সাত বছরের কারাদন্ড ও ২০ কোটি টাকা অর্থদন্ড দেওয়া হয়। নিম্ন আদালতের রায়ে তাঁকে খালাস দেওয়া হয়েছিল। একই মামলায় তারেকের বন্ধু ও ব্যবসায়িক অংশীদার মামুনকে নিম্ন আদালতের দেওয়া সাত বছরের কারাদন্ড বহাল রাখেন হাইকোর্ট। তবে নিম্ন আদালতে তাঁকে দেওয়া ৪০ কোটি টাকার অর্থদন্ড পরিবর্তন করে ২০ কোটি টাকা অর্থদন্ড দেওয়া হয়। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রায় দিয়েছিলেন। প্রায় তিন মাস পর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলো।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি