ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

জঙ্গী ও সস্ত্রাসবাদসহ যেকোনো ধরণের অপতৎপরতা রুখতে শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান

প্রকাশিত : ১৭:২৫, ১৭ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:২৫, ১৭ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

ctg-student-leagueদেশে জঙ্গী ও সস্ত্রাসবাদসহ যেকোনো ধরণের অপতৎপরতা রুখতে শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের নেতারা। চট্টগ্রামের হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউটের নবীনবরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক বাংলাদেশ নির্মাণে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় করতে হবে। পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধেও শক্ত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। ইনষ্টিটিউটের অধ্যক্ষ রফিকুল ইসলাম, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতেয়ার সাঈদ ইরানসহ আওয়ামী লীগ ও যুবলীগ নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি