ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

শিশুমৃত্যু ৭৫ ভাগ কমেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২১:৩২, ১৭ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

দেশে শিশুমৃত্যু প্রায় ৭৫ ভাগ কমেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আজ বুধবার মিরপুরে পল্লী শিশু ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত প্রতিষ্ঠানের ৪১তম বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের শিশুমৃত্যু প্রায় ৭৫ ভাগ কমেছে। আমাদের উন্নয়নের একটি বড় কারণ হচ্ছে রুরাল হেলথ কমপ্লেক্স। এগুলোর কারণে আমাদের হেলথ সেক্টরের উন্নতি হয়েছে। মোটামুটি বলা যায় উন্নয়নশীল দেশের মধ্যে আমরা হেলথ কেয়ারের ক্ষেত্রে আদর্শ।

তিনি বলেন, দরিদ্র জনসাধারণ ও প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, মা ও শিশুসহ পথ শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবায় অগ্রগামী এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোই- দেশের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে। যা প্রশংসার দাবিদার।

এ সময় উপস্থিত ছিলেন, পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব ডা. মোহাম্মদ সিরাজুল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি