ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

১০ টাকার টিকিট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫:৪৭, ১৯ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৭:১৭, ১৯ এপ্রিল ২০১৯

সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকিট কেটে একটি সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে রাজধানীর শের-ই-বাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এ সেবা গ্রহণ করেন তিনি। খবর ইউএনবির প্রধানমন্ত্রী সকালে হাসপাতালে যান এবং চিকিৎসার জন্য কাউন্টার থেকে একটি ১০ টাকার টিকিট সংগ্রহ করেন।

এর আগেও প্রধানমন্ত্রী ওই হাসপাতাল থেকে এভাবে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রী হাসপাতালে অবস্থানকালে হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ দেন।

টিআর/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি