ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

প্রশ্নপত্রে পর্ন তারকার নাম আসায় তদন্ত করে ব্যবস্থা

প্রকাশিত : ১৯:২৬, ১৯ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৯:২৭, ১৯ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নে দুই পর্ন তারকার নাম ছাপার বিষয়ে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। সরকার বিষয়টি খতিয়ে দেখবে এবং দায়ীদের বিষয়ে ব্যবস্থা নিবে।

শিক্ষামন্ত্রী শুক্রবার (১৯ এপ্রিল) রাজধানীর মহাখালীর তিতুমীর কলেজে ১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই স্কুলের প্রথম সাময়িক পরীক্ষায় নবম শ্রেণির বাংলা প্রথম পত্রে দু’টি প্রশ্নে সম্ভাব্য উত্তরে দুই পর্ন তারকার নাম আসা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। স্কুল কর্তৃপক্ষও বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, এনটিআরসিএ’র চেয়ারম্যান এস এম আশফাক হুসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি