ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

পাকিস্তানে সহজে গণতন্ত্র হবে না: তাফাজ্জল ইসলাম

প্রকাশিত : ২২:০০, ১৯ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে গণহত্যাকারী পাকিস্তানে সহজে গণতন্ত্র হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জল ইসলাম। তিনি বলেন, এই পাকিস্তানকে গণতন্ত্রে পৌঁছাতে অনেক সময় লাগবে। তার মতে বাংলাদেশ আজ অনেক উন্নতির শিখরে পৌঁছেছে।

শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আওয়ামী মুক্তিযোদ্ধালীগ আয়োজিত বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুস শহীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রধান বিচারপতি মো তাফাজ্জল হোসেন এসব কথা বলেন।

সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুস শহীদ সংবর্ধনা পেয়ে বলেন, আমাদের মহান নেতা বঙ্গবন্ধু একটি রাষ্ট্র দিয়েছেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি উন্নত দেশ দিয়েছেন। যা মুক্তিযুদ্ধের ফসল।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ড. গোলাম মাওলা, ইউআইটিএস উপাচার্য ড. মোহাম্মদ সোলাইমা, সাবেক অতিরিক্ত আইজিপি ড. মো. আব্দুল রহিম, সাবেক অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুল ইসলাম রঞ্জু, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ও আয়োজক সংগঠনের সভাপতি দিদারুল আলম চৌধুরী প্রমুখ।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি