আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিচ্ছেন ১৪ টি দেশের ৬০ জনের বেশি মন্ত্রী-এমপিসহ সিনিয়র রাজনীতিবিদ
প্রকাশিত : ১৯:২০, ২১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:২০, ২১ অক্টোবর ২০১৬
বাংলাদেশের উন্নয়ন দেখে অভিভূত আওয়ামী লীগের কাউন্সিল উপলক্ষে ঢাকায় আসা বিদেশী অতিথিরা। একুশে টেলিভিশনের সাথে কথোপকথনে ভূয়সী প্রশংসা করলেন শেখ হাসিনার নেতৃত্বের। ১৪ টি দেশের ৬০ জনের বেশি মন্ত্রী-এমপিসহ সিনিয়র রাজনীতিবিদ আওয়ামী লীগের এই সম্মেলনে যোগ দিচ্ছেন।
শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বসছে আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনের আসর। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন, রাজধানীজুড়ে উৎসবমুখর পরিবেশ।
আওয়ামী লীগের এই সম্মেলনে এবার যোগ দিচ্ছেন সর্বোচ্চ সংখ্যক বিদেশী রাজনৈতিক দলের নেতারা। ইতিমধ্যে আমন্ত্রিত অতিথিরা পা রেখেছেন ঢাকায়। এর মধ্যে উল্লেখযোগ্য ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর ছেলে কংগ্রেস নেতা অভিজিৎ মুখার্জী। রয়েছেন পশ্চিমবঙ্গের কমিউনিষ্ট নেতা বিমান বসুও। এসেছেন চীনের আন্তর্জাতিক বিষয়ক ভাইস-মিনিস্টার। এছাড়াও এসেছেন রাশিয়া, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, শ্রীলংকা ভুটান সহ বেশ কয়েকটি দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা।
বাংলাদেশের উন্নয়ন দেখে অভিভূত অতিথিরা। জানালেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে এখন বিশ্বের বুকে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দাড় করিয়েছে।
প্রশংসা করলেন শেখ হাসিনার নেতৃত্বের। কাউন্সিলে দলের ভেতরের গণতন্ত্র চর্চা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়ক হয় বলে মন্তব্য তাদের। সিংক..
সম্মেলনের বিশাল আয়োজন দেখে বিস্মিত কোন কোন বিদেশী অতিথি। এই ধারা অব্যহত থাকলে আওয়ামী লীগ ও দেশের উন্নয়ন দ্রুত ত্বরান্বিত হবে বলে মনে করেন তারা।
আরও পড়ুন