ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করেছে এমন মন্তব্যে সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প

প্রকাশিত : ১২:২১, ২২ অক্টোবর ২০১৬ | আপডেট: ১২:২১, ২২ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

trumpবিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করেছে- এবার এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট পদ প্রার্থী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার পেনিসিলভিনিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী র‌্যালীতে ট্রাম্প দাবি করেন, বিশ্ববাসী প্রেসিডেন্ট বারাক ওবামাকে ঘৃণা করে। এ কারণেই ফিলিপাইনের মতো দেশগুলো এখন রাশিয়া ও চীনের দিকে ঝুঁকছে বলে মনে করছেন তিনি। এরআগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে প্রচারণা চালানোয় ফাস্ট লেডি মিশেল ওবামার কড়া সমালোচনা করেন ট্রাম্প। এদিকে সংবাদ মাধ্যম সিএনএন’র জরীপ বলছে, নর্থ ক্যারোলাইনা, নেভাদাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে হিলারির অবস্থান শক্তিশালী হয়েছে। যদিও ইপসোস ও রয়টার্সের জরীপ বলছে, চলতি সপ্তাহে ট্রাম্পের অবস্থানের উন্নতি হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি