ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-০ গোলে বিধ্বস্ত করলো চেলসি
প্রকাশিত : ০৯:২৫, ২৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ০৯:২৫, ২৪ অক্টোবর ২০১৬
ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-০ গোলে বিধ্বস্ত করলো চেলসি।
নিজেদের মাঠ স্ট্যাম্পফোর্ড ব্রিজে খেলার প্রথম মিনিটেই এগিয়ে যায় চেলসি। ম্যাচের ৩০ সেকেন্ডে গোলটি করে চলতি আসরের দ্রুততম গোলদাতা হলেন পেদ্রো রদ্রিগেজ। ২১ মিনিটে গ্যারি কাহিল গোল করে ব্যবধান বাড়ান। প্রথমার্ধে ২-০তে এগিয়ে থাকা চেলসি দ্বিতীয়ার্ধেও আক্রমণে ধারা ধরে রাখে। ৬২ মিনিটে দলের তৃতীয় গোলটি আসে মিডফিল্ডার ইডেন হ্যাজার্ডের কাছ থেকে। আর ৭০ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন এনগোলো কাঁতে। শেষ পর্যন্ত আর গোল না হলে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শিরোপা প্রত্যাশি চেলসি।
আরও পড়ুন










