ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

বিসিআইসি কলেজের দুই শিক্ষার্থীকে লাঞ্ছিত ও নির্যাতনের ঘটনার মূল হোতা গ্রেফতার

প্রকাশিত : ১৫:২০, ২৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৫:২০, ২৪ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

bcicরাজধানীর বিসিআইসি কলেজের দুই শিক্ষার্থীকে লাঞ্ছিত ও নির্যাতনের ঘটনার মূল হোতা জীবন করিম বাবুকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার সন্ধ্যা ৭টার দিকে মিরপুরের বেড়িবাঁধ এলাকা থেকে জীবনকে আটক করা হয়। সকালে সংবাদ সম্মেলনে র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেন। গেলো ১৯ অক্টোবর মিরপুর চিড়িয়াখানা সড়কে বিসিআইসি কলেজের ওই দুই শিক্ষার্থী বখাটেদের নির্যাতনের শিকার হন। ওই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে চিড়িয়াখানা এলাকা থেকে লুৎফর রহমান নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি