ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

রাজনৈতিক অস্থিরতা জনগনকে অভিবাসন সঙ্কটে ফেলে দেয় এমন মন্তব্য করেছেন গ্রীসের পররাষ্ট্র মন্ত্রনালয়ের সেক্রেটারী

প্রকাশিত : ১৮:০১, ২৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:০১, ২৪ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

নিরাপত্তা এবং অভিবাসন সমস্যাকে এক করে দেখলে চলবে না, একটি দেশের রাজনৈতিক অস্থিরতায় সে দেশের জনগনকে অভিবাসন সঙ্কটে ফেলে দেয়। এমন মন্তব্য করেছেন গ্রীসের পররাষ্ট্র মন্ত্রনালয়ের সেক্রেটারী জেনারেল দিমিত্রিওস পারাসকেভোপোলাস। অভিবাসন ও নিরাপত্তা নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এর আলোচনা সভায় তিনি বলেন, শুধু নিরাপত্তায় নয় অভিবাসনের সাথে দারিদ্র, মনুষের মর্যাদা, এবং গনতন্ত্র জড়িত। একই সঙ্গে অভিবাসন সমস্যা আশ্রয় দানকারী দেশকে নিরাপত্তা সঙ্কটে ফেলে দেয় যাতে বেশি ক্ষতিগ্রস্থ হয় মহিলা ও শিশুরা। যার পিছনে দায়ী রাজনৈতিক অস্থিরতা এ সমস্যার সমাধানে সকল রাষ্ট্রকে এগযোগে কাজ করার আহবান জানান গ্রীসের রাষ্ট্রদূত। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক তাসনিম সিদ্দিকী ও বিআইআইএসএস এর উর্ধ্বতন গবেষনা ফেলো আবু ছালেহ মুহাম্মদ ইউসুফ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি