ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলা করবে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব

প্রকাশিত : ১৯:০৫, ২৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:২৪, ২৪ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের নতুন নেতৃত্ব জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলা করে রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করছেন সরকারের মন্ত্রীরা। আগামী ২০১৯ সালের জাতীয় নির্বাচনে এই কমিটির হাত ধরেই দল আবারো সরকার গঠন করবে বলেও আশা তাদের। আর বিশিষ্টজনেরা বলছেন, তৃণমূলের নেতৃত্ব আরো সুসংগঠিত করে দলের গতি বাড়ানোই হবে বড় চ্যালেঞ্জ। টানা অষ্টমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। আর অনেক গুঞ্জন আর আলোচনার পর পরিবর্তন এল সাধারণ সম্পাদক পদে। নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ওবায়দুল কাদের। আগামী দিনের রাজনীতির কথা মাথায় রেখে দলের এই নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান দলের কাউন্সিলর ও  বিভিন্ন পর্যায়ের নেতারা। আওয়ামী লীগের নতুন নেতৃত্ব জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলা করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সরকারের মন্ত্রীরা। এছাড়া আগামী ২০১৯ সালের জাতীয় নির্বাচনে এই কমিটি জোড়ালো ভূমিকা রাখবে বলেও মত তাদের। আওয়ামী লীগের কাউন্সিল কেমন হলো এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বর্তমান কমিটিকে সময় উপযোগী উল্লেখ করে বলেন, ঘোষিত কমিটির মাধ্যমে তৃণমূলের নেতৃত্বকে আরো সুসংগঠিত করে দলের গতি বাড়ানোই হবে বড় চ্যালেঞ্জ। কেন্দ্রীয় কমিটির হাত ধরে এবার তৃণমূলের ত্যাগী নেতারাও মূল্যায়িত হবেন বলে প্রত্যাশা করেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি