নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য
প্রকাশিত : ১৩:১৯, ২৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৩:১৯, ২৫ অক্টোবর ২০১৬
নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য নিচ্ছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি।
সকাল থেকে জেলা সার্কিট হাউজে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সাক্ষ্য দিতে শ্যামল কান্তি ভক্ত ছাড়াও বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা, চেয়ারম্যানসহ ১৫ জনকে ডাকা হয়েছে। গতকাল অভিযোগকারী ছাত্র রিফাতসহ ১৮ জনের সাক্ষ্য নেয়া হয়। গেলো ১৩মে শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছিতের ঘটনায় সিএমএম আদালতকে তদন্ত করে ৩ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। ৬ নভেম্বর হাইকোর্টে আদেশের দিন ধার্য রয়েছে।
আরও পড়ুন