বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির একাদশ কংগ্রেস অনুষ্ঠিত হবে ২৮ থেকে ৩১শে অক্টোবর
প্রকাশিত : ১৭:৩০, ২৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৩০, ২৫ অক্টোবর ২০১৬
দেশের অন্যতম ঐতিহ্যবাহী প্রাচীন রাজনৈতিক দল- বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির একাদশ কংগ্রেস অনুষ্ঠিত হবে ২৮ থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত।
সোমবার সকালে পুরানা পল্টনের মুক্তিভবনে সংবাদ সম্মেলনে এ’তথ্য জানানো হয়। ২৮শে অক্টোবর বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে এই কংগ্রেসের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। ১০টি দেশের ২৬ জন প্রতিনিধি কংগ্রেসে সংহতি জানাতে উপস্থিত থাকবেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
আরও পড়ুন