ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

গুণীজনদের ত্যাগ ও অবদানের স্বীকৃতি না দিলে তরুণরা উৎসাহিত হবে না ভালো কাজ করতেঃ বন ও পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৮:৪৬, ২৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:৪৬, ২৫ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

গুণীজনদের ত্যাগ ও অবদানের স্বীকৃতি না দিলে সমাজে ভালো কাজ করতে তরুণরা উৎসাহিত হবে না বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব আয়োজিত গুণীজন, কৃতি সাংবাদিক ও মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব করেন তিনি। একটি বন্দরের ওপর নির্ভরশীল থাকা উচিত নয় উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, চট্টগ্রামবাসীর বন্দর নিয়ে যে অহংকার তা ক্রমে দুর্বল হয়ে আসছে। কলিম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক ডা. রবিউল হোসেন ও বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলামকে গুণীজন সংবর্ধনা দেয়া হয়েছে। এছাড়া কৃতি সাংবাদিক হিসেবে সিনিয়র সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী, অঞ্জন কুমার সেন, এসএম আতিকুর রহমান এবং মো. নূর সুলতান কুতুবীকে সংবর্ধনা দেয়া হয়। পরে ২০১৫-১৬ সালে এসএসসি ও এইচএসসিতে কৃতিত্বের জন্য ক্লাবের সদস্যদের ৩০ জন ছেলেমেয়েকে ক্রেস্ট দেয়া হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি