ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

রানওয়ে থেকে ছিটকে পড়েছে বাংলাদেশি বিমান

প্রকাশিত : ২০:৩০, ৮ মে ২০১৯ | আপডেট: ২২:৫১, ৮ মে ২০১৯

Ekushey Television Ltd.

মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্লেন।

বৈরী আবহাওয়ার কারণে বিমানটি দুর্ঘটনায় পড়ে জানায় বিমানবন্দর সূত্র। বুধবার সন্ধায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি উড়ে যায়।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, সন্ধার দিকে বিজি ০৬০ ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যায়।

তিনি বলেন, আমরা শুধু খবর পেয়েছি, বিমানটি ল্যান্ড করার সময় রানওয়েতে ছিটকে পড়েছে। কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো বলা যাচ্ছে না।

তবে অসমর্থিত সূত্রে জানা গেছে, বিমানের পাইলট ও বেশ কয়েকজন এই বিমান দুর্ঘটনায় আহত হয়েছেন।

এনএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি