ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

তাপদাহ থাকবে আরও দুই-তিন দিন

প্রকাশিত : ১২:২৬, ৯ মে ২০১৯

Ekushey Television Ltd.

ঘূর্ণিঝড় ফনির প্রভাব কেটে যাওয়ার পর দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তীব্র মাত্রার তাপদাহ বইছে। এরমধ্যে যশোর অঞ্চলে তাপদাহ সবচেয়ে বেশি।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, শুরু হওয়া তাপদাহ আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকবে।

আবহাওয়াবিদরা জানান, সোমবার থেকে শুরু হওয়া মৌসুমের দ্বিতীয় দফা তাপপ্রবাহে তাপমাত্রা ক্রমশ বাড়ছে। পাশাপাশি তাপপ্রবাহের বিস্তারও বাড়ছে।

আবহাওয়া অধিদফতর জানায়, এই তাপদাহ আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে। ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও বদলগাছি অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি