ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আজ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট

প্রকাশিত : ১২:১২, ২৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ১২:১২, ২৬ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

পদন্নোতি প্রদানসহ ৪ দফা দাবিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আজ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে অফিসার্স সমিতি। সমিতির নেতাদের অভিযোগ, পদন্নোতি প্রদান, কর্মকর্তাদের বেতন-ভাতা পরিশোধসহ ৪ দফা দাবি বাস্তবায়নের জন্য তারা এক মাস ধরে উপাচার্যের সাথে দেখা করার চেষ্টা করলেও তিনি রাজি হননি। মঙ্গলবার সমিতির নেতারা উপাচার্যের সাথে দেখা করে তাদের দাবি দাওয়া জানানোর জন্য গেলে তিনি কথা না বলে উল্টো তাদের চেম্বার থেকে বের করে দেন। ফলে বাধ্য হয়ে তারা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন। তাদের দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচীর হুশিয়ারিও দেন তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি