ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

৪ জুলাই থেকে ৫ আগস্ট হজ ফ্লাইট : হাব

প্রকাশিত : ১৮:১৮, ১১ মে ২০১৯ | আপডেট: ১৮:২৪, ১১ মে ২০১৯

এ বছরের হজ ফ্লাইট শুরু হবে আগামী ৪ জুলাই থেকে, যা চলবে ৫ আগস্ট পর্যন্ত। এছাড়া হজের ফিরতি ফ্লাইট শুরু হবে ১৭ আগস্ট থেকে।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন আজ শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

এদিকে গত মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, চলতি বছর মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ যাত্রীদের অর্ধেক বহন করবে জাতীয় পতাকাবাহী সংস্থাটি।

এ বছর ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে হজ যাত্রীদের। ফলে সৌদি আরবে গিয়ে ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়াতে হবে না তাদের।

এর আগে, সৌদি আরবে পৌঁছানোর পর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হজযাত্রীদের ছয় ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হতো।

সূত্র : ইউএনবি

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি