ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের পুনর্মিলনী উৎসবের সিদ্ধান্ত

প্রকাশিত : ১৭:৩৭, ২৯ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৩৭, ২৯ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৮০ বছর পুর্তি উপলক্ষ্যে তিনদিনের পুনর্মিলনী উৎসবের সিদ্ধান্ত নিয়েছে স্কুেলর প্রাক্তন ছাত্র সমিতি। চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে একথা জানান সমিতির নেতারা। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহবায়ক আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী। প্রাক্তন শিক্ষার্থীদের সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করতেই এ পূর্নমিলনীর আয়োজন করা হবে, জানানো হয়। পাশাপাশি নতুন প্রজম্মের কাছে প্রতিষ্ঠানটির গৌরবময় ইতিহাস তুলে ধরে জনকল্যাণ মুখী কার্যক্রমে সম্পৃক্ত করাও আয়োজনের উদ্দেশ্য। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম.এ মালেক, অধ্যাপক সেলিম জাহাঙ্গীরসহ আরো অনেকে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি