বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান এন্ড ট্রান্সপোর্ট এজেন্সী মালিক শ্রমিক ঐক্য পরিষদের অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষাণা
প্রকাশিত : ১৯:৩৩, ৩১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:৩৩, ৩১ অক্টোবর ২০১৬
৮ দফা দাবিতে আগামী ৬ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষাণা দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান এন্ড ট্রান্সপোর্ট এজেন্সী মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
সোমবার রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত শ্রমিক সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়। বিকল্প ব্যবস্থা না করে ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ, ওয়েস্কেলের দূর্নীতি, চাঁদাবাজি ও হয়রানি নিরসনসহ ৮ দফা দাবি জানায় শ্রমিক-মালিক ঐক্য পরিষদ। পন্য পরিবহনে জেলা ও হাইওয়ে পুলিশের বেপরোয়া চাঁদাবাজি বন্ধে প্রশাসনের উচ্চ পর্যায়ে বারবার জানানো সত্বেও পরিস্থিতির কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেন বক্তারা। অবিলম্বে দাবি আদায় না হলে ৬ নভেম্বর ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষাণা দেন ঐক্য পরিষদের নেতারা।
আরও পড়ুন