ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫

গনতান্ত্রিক অধিকার আদায়ে সমঝোতা করবে না বিএনপি

প্রকাশিত : ১৯:৩০, ৩১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:৩০, ৩১ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

গনতান্ত্রিক অধিকার আদায়ের প্রশ্নে কোন সমঝোতা করবে না বিএনপি। গনসংস্কৃতি দল আয়োজিত অলি আহাদের স্মরন সভায় একথা বলেন বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে নয়া পল্টনে সংবাদ সম্মেলনে স্থগিত হয়ে যাওয়া ৩১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহসচিব রুহুল কবীর রিজভী। ঢাকা রিপোর্টাস ইউনিটিতে গনসংস্কৃতিক দল আয়োজিত আলোচনায় মির্জা ফখরুল বলেন, দেশে গনতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি জনগনকে নিয়ে লড়াই করে যাবে। এব্যাপারে কোন ছাড় দেয়া হবে না বলেও জানান বিএনপির মহসচিব। এদিকে দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রিয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহল কবীর রিজভী অভিযোগ করে বলেন, নির্বাচনের শুরু থেকেই সরকারি দলের লোকজন আইন-শৃঙ্খলা বাহিনীর সহয়তায় বিএনপির নেতাকর্মীদের উপর হামালা ও নির্যাতন চলায়। নির্বাচন কমিশন সরকারের ইচ্ছা বাস্তবায়নে কাজ করছে অভিযোগ করে, পরিস্থিতি নিয়ন্ত্রনে  কমিশন ব্যর্থ বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি