ভ্যাট আইনের সংশোধনীর দাবিতে রাজধানীতে মার্কেট বন্ধ রেখে কর্মবিরতি পালন
প্রকাশিত : ১৮:২০, ২ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:২০, ২ নভেম্বর ২০১৬
পূর্ব ঘোষণা অনুযায়ী ভ্যাট আইনের সংশোধনীর দাবিতে রাজধানীতে মার্কেট বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে দোকান মালিকদের সংগঠন ব্যবসায়ী ঐক্য ফোরাম। ভ্যাট প্রদানে হয়রানি বন্ধ ও বর্ধিত প্যাকেজ ভ্যাট প্রত্যাহারের দাবিতে দিনভর এ কর্মসূচি পালন করছে সংগঠনটি। ব্যবসায়ীরা বলছেন, দাবী মানা না হলে পরবর্তিতে দেয়া হবে আরো কর্মসূচি ।
ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ, বন্ধ কেনাবেচা । তবুও খোলা কোনো দোকানের প্রত্যাশায় মধ্য দুপুরে এভাবেই ঘুরছে পাইকারী পণ্যের ভ্যানটি । শেষ পর্যন্ত ফিরেই যেতে হল ।
প্যাকেজ ভ্যাটের অর্ন্তভুক্তি এবং ভ্যাট প্রদানে হয়রানীর অভিযোগ তুলে রবিবার আনুষ্ঠানিকভাবে আন্দোলনের ডাক দেন ব্যবসায়ী ঐক্য ফোরাম। ভ্যাটকে যৌক্তিক পর্যায়ে আনার দাবী আদায়ে আরো কঠোর হবার ঘোষণা দেন ব্যবসায়ী নেতারা।
পূর্বঘোষণা অনুযায়ী সকাল থেকেই রাজধানীর প্রায় সব মার্কেটে দোকানপাট বন্ধ । ব্যবসায়ী নেতাদের সিদ্ধান্তের প্রেক্ষিতে ক্ষুদ্র ব্যবসায়ীরাও সোচ্চার দাবী আদায়ে।
এদিকে ব্যবসায়ী পর্যায়ের এই কর্মবিরতির প্রভাব পড়েছে ক্রেতা মহলে। কেনাকাটা বন্ধ থাকায় ক্ষোভ জানালেন তারা।
সৃুনিদৃষ্ট কোন সময় বেধে না দিলেও, দ্রুত ভ্যাট প্রত্যাহার না করা হলে লাগাতার কর্মবিরতির হুশিয়ারী দেন ব্যবসায়ী নেতারা।
আরও পড়ুন