ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

বাংলাদেশের উন্নয়নে আগামী পাঁচ বছরে ৮০০ কোটি ডলার ঋণ দেবে এডিবি

প্রকাশিত : ১৮:২৪, ২ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:২৪, ২ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বাংলাদেশের উন্নয়নে আগামী পাঁচ বছরে ৮০০ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। যা আগের পাঁচ বছরের চেয়ে প্রায় ৬০ শতাংশ বেশি। বুধবার এডিবির ঢাকা অফিসে সংস্থাটির আবাসিক প্রতিনিধি কাজুহিকো হিগুসি ঋণ বৃদ্ধির এ পরিকল্পনা তুলে ধরেন। কাজুহিকো হিগুছি জানান, অবকাঠামো, জ্বালানি, যোগাযোগ, মানবসম্পদ উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার মত খাতে এ ঋণ পাবে বাংলাদেশ। রপ্তানি বাণিজ্যে তৈরি পোশাক খাতের ওপর অতিনির্ভরশীলতা,  বেসরকারি খাতে বিনিয়োগের প্রতিবন্ধকতা, অবকাঠামোগত দুর্বলতা, বিভিন্ন ক্ষেত্রে দক্ষ কর্মীর অভাব ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বিষয়গুলো বাংলাদেশের অর্থনীতির জন্য বড় চ‌্যালেঞ্জ বলে জানান এডিবির এই আবাসিক প্রতিনিধি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি