প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নারী পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা
প্রকাশিত : ১১:২৪, ৩ নভেম্বর ২০১৬ | আপডেট: ১১:২৪, ৩ নভেম্বর ২০১৬
প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় সাভারে কল্পনা বেগম নামে এক নারী পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে এক বখাটে।
সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় এলাকার গার্মেন্টস শ্রমিক কল্পনা বেগমকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো প্রতিবেশী বখাটে যুবক সিরাজুল। তা প্রত্যাখান করায় সকালে কাজে যাওয়ার সময় কল্পনাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সে জখম করে। আহতের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কল্পনা। এদিকে সিরাজুলকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে স্থানীয়রা।
আরও পড়ুন