সাভারে ১ ও মানিকগঞ্জে ১জন নিহত, গজীপুরে পাশবিক নির্যাতনের শিকার শিশু
প্রকাশিত : ২০:১০, ৩ নভেম্বর ২০১৬ | আপডেট: ২০:১০, ৩ নভেম্বর ২০১৬
প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় সাভারে বখাটের হাতে খুন হয়েছে এক নারী পোশাক শ্রমিক। আর মানিকগঞ্জে মেয়েকে উত্যক্তকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করে নিহত হয়েছে ইন্সুরেন্স কোম্পানীর এক কর্মকর্তা। এদিকে, গাজীপুরে ৬ বছরের শিশুর উপর পাশুবিক নির্যাতন চালিয়েছে রিক্সা গ্যারেজের কর্মী।
বৃহষ্পতিবার সকালে সাভারের হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় গার্মেন্টস শ্রমিক কল্পনা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে বখাটে লাল্টু মোল্লা। এসময় স্থানীয়রা তাকে গলধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তির পর কল্পনার মৃত্যু হয়। হামলাকারী লাল্টু স্বীকার করেছে, প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় হামলা চালিয়েছে সে।
মানিকগঞ্জের শিবালয়ের কাক্কোল গ্রামে ইন্সুরেন্স কর্মকর্তা বিল্লাল হোসেনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। খালের পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসি। স্বজনদের অভিযোগ, তার মেয়েকে স্থানীয় যুবক সুমন উত্যক্ত করতো। এর প্রতিবাদ করায়, দলবল নিয়ে তাকে হুমকিও দেয়া হয়। হত্যার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে, গাজীপুরের টঙ্গিতে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগ এক যুবককে গেফতার করেছে পুলিশ। স্বজনরা জানায়, মুদাফা এলাকার রিক্সা চালকের মেয়ে ঐ শিশুকে রিক্সা গ্যারেজে নিয়ে নির্যাতন চালায় বখাটে জামাল। এ ঘটনায় টঙ্গি থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন