ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার ও হবিগঞ্জের সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন

প্রকাশিত : ১৭:১১, ৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৭:১১, ৪ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও হবিগঞ্জের মাধবপুরে সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ। শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচি থেকে সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। সাম্প্রদায়িক অপশক্তি একের পর এক  বাড়ি-ঘরে হামলা ও নির্যাতন চালিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেন বক্তারা। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধ্বংসের ষড়যন্ত্র রুখে দেয়ারও দাবি জানান তারা। এডভোকেট যীশু কৃষ্ণ রক্ষিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে এডভোকেট আশুতোষ দত্ত ও এডভোকেট সুভাষ চন্দ্র লালা বক্তব্য রাখেন। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি