ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধিদল

প্রকাশিত : ১৮:১৫, ২২ জুন ২০১৯

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে সংসদের প্রতিরক্ষা বিষয়ক স্থায়ী কমিটির একটি প্রতিনিধি দল কঙ্গোর উদ্দেশ্যে আজ শনিবার ঢাকা ছেড়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

একাদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার নেতৃত্বে ১০ সদস্যের এ প্রতিনিধিদল ৫ দিনের সরকারি সফরে ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোর (ডিআর কঙ্গো) সফর করবে। এ সময় প্রতিনিধিদল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টসমূহ পরিদর্শনসহ বাংলাদেশ বিমানবাহিনী এবং বাংলাদেশ পুলিশের কন্টিনজেন্টসমূহও পরিদর্শন করবে।

এছাড়াও তারা এই মিশনে নিয়োজিত শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। কঙ্গোতে প্রতিনিধিদল এসআরএসজি, ডিএসআরএসজি, ফোর্স কমান্ডার, ইউএন পুলিশ কমিশনার এবং ইতুরি প্রদেশের গভর্নরের সাথে মতবিনিময় করবে। সফর শেষে আগামী ২৯ জুন দেশে ফিরবে প্রতিনিধিদল।

সূত্র: বাসস

এমএস/আরকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি