ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছে আইন ও সালিস কেন্দ্র

প্রকাশিত : ১৩:০৭, ৬ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৩:০৭, ৬ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছে আইন ও সালিস কেন্দ্র। নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘরবাড়িতে হামলায় জড়িতদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানিয়ে আদালতে প্রতিবেদন দাখিলের আবেদন রয়েছে এতে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেছে আইন ও সালিস কেন্দ্র। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা কোন কর্তৃত্ববলে শোভাযাত্রায় অংশ নিলেন ও বক্তব্য দিলেন সে বিষয়ে ব্যাখ্যা জানাতে নির্দেশনা চাওয়া হয়েছে। রিট আবেদনে নাসিরনগরের ওই ঘটনা রোধে বিবাদীদের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। বিবাদি করা হয়েছে স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, ব্রহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি