ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

ময়মনসিংহের হালুয়াঘাটে গৃহবধু নির্যাতনের ঘটনায় শ্বশুড় ও শ্বাশুড়ীকে গ্রেফতার

প্রকাশিত : ১৩:২২, ৭ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৩:২২, ৭ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ময়মনসিংহের হালুয়াঘাটে গৃহবধু নির্যাতনের ঘটনায় শ্বশুড় ও শ্বাশুড়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, নির্যাতনের ঘটনায় গৃহবধূ রাধার বড় ভাই সঞ্জীব চৌহান ৩ জনকে আসামী করে মামলা করলে শ্বশুড় প্রসাদ চৌহান শিবু ও শ্বাশুড়ী জোসনা রানী চৌহানকে আটক করা হয়। আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে পাঠায়। অপর আসামী দেবর বরুণ চৌহান পলাতক আছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন রাধা। পারিবারিক দ্বন্দ্বের জেরে গেল শুক্রবার গৃহবধু রাধা’র শরীরে গরম তরকারি ঢেলে দেয় শ্বশুড় প্রসাদ চৌহান শিবু।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি