ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

বিজিএমইএ ভবন ভাঙতে হবে উল্লেখ করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

প্রকাশিত : ১৭:৫৪, ৮ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৫৪, ৮ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

দ্রুত বিজিএমইএ ভবন ভাঙতে হবে উল্লেখ করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র করা আপিল, প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ চলতি বছরের ২ জুন খারিজ করে রায় দেন। ২০১০ সালের ২ অক্টোবর একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত সংবাদের বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হলে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। পরে এই মামলার জন্য হাইকোর্ট কয়েকজন অ্যামিকাস কিউরি নিয়োগ করেন। তাঁরা আদালতে বক্তব্য দেন। জমির মালিকানা না থাকা ও জলাধার আইন লঙ্ঘন করে হাতিরঝিলে বিজিএমইএ ভবন নির্মাণ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় হাইকোর্ট ২০১১ সালের ৩ এপ্রিল ভবনটি ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি