ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

ফেলানী হত্যার বিচার শেষ না হওয়ায় অতৃপ্তি রয়েছেঃ বিজিবি’র মহাপরিচালক

প্রকাশিত : ১৭:৫১, ৮ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৩০, ৮ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ফেলানী হত্যার বিচার শেষ না হওয়ায় অতৃপ্তি রয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। বিজিবি সদর দফতরে সংবাদ সম্মেলনে তিনি এ’কথা বলেন। বিজিবিতে দায়িত্ব পালনের চার বছর শেষে বাহিনীর কর্মকান্ড তুলে ধরেন তিনি। সীমান্তে সড়ক ও কাঁটাতারের বেড়া না থাকাকে বিজিবি’র জন্য বড় চ্যালেঞ্জ বলে অভিহিত করেন আজিজ আহমেদ। তিনি আরো জানান, তার কমান্ডের চার বছরে নতুন করে ৩শ’ ৭০ কিলোমিটার এলাকা বিজিবির নজরদারিতে এসেছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি