ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

খুলনায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে চরমপন্থী সংগঠনের নেতা বেল্লাল নিহত

প্রকাশিত : ১৭:৫০, ৮ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৫০, ৮ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

খুলনায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির নেতা বেল্লাল নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি ও ৪টি বোমা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে ফুলতলার দামোদরে এ’ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিয়মিত টহলের সময় চরমপন্থিদের দেখতে পায় তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থিরা গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে পিছু হটতে শুরু করে তারা। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় বেল্লালকে উদ্ধার করা হয়। তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বেলালের বিরুদ্ধে হত্যাসহ ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি