ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

লক্ষ্মীপুরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৫৬তম শাখা উদ্বোধন

প্রকাশিত : ১৯:১১, ৮ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৯:১১, ৮ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুর শহরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৫৬তম শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের গেঞ্জিহাটায় এই শাখা উদ্বোধন করেন সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। শাখা ম্যানেজার তানভীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী, এএমডি সৈয়দ হাবিব হাসনাত ও ডিএমডি মোস্তফা খায়ের উপস্থিত ছিলেন। আলোচনা সভায় লক্ষ্মীপুরের মানুষকে সেবা দিতেই এই শাখা খোলা হয়েছে বলে জানান ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। পরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি