ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫

সাংসদ বদির মুক্তির দাবিতে জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগ

প্রকাশিত : ১৮:০২, ১২ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:০২, ১২ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির মুক্তির দাবিতে জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। এই দাবিতে উখিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আযোজিত সমাবেশে বক্তারা দাবি করেন, টানা চার বারের সেরা করদাতা ও দরিদ্র মানুষকে সহায়তাকারী আবদুর রহমান বদি কোন দুর্নীতি করতে পারেননা। রায় পুনর্বিবেচনারও আহ্বান জানায় বক্তারা। উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচিতে টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আলম আহমদসহ দল ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি