ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

একটি মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯:৩০, ১২ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৯:৪২, ১২ নভেম্বর ২০১৬

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে, তবে একটি মহল সেই সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে রাজশাহী বিভাগের জনগণের সঙ্গে আয়োজিত ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রশাসনসহ সংশ্লিষ্টদের সংখ্যালঘুদের সার্বিক নিরাপত্তা দেয়ার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। জঙ্গি, সন্ত্রাস ও উন্নয়ন নিয়ে রাজশাহী বিভাগের জনগণের সঙ্গে আয়োজিত ভিডিও কনফারেন্সে এ কথা বলেন প্রধানমন্ত্রী। সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সাধারণ মানুষ। পাশাপাশি নানা সমস্যাও তুলে ধরেন পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তায় প্রশাসনের পাশাপাশি জনগণকেও সজাগ থাকতে হবে। রাজশাহী অঞ্চলে বিএনপি-জামাত জোট সরকারের  মদদে জঙ্গিসন্ত্রাসের সেই দু:সহ নির্যাতনের কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। ইসলামের নামে কোনো ধরনের সন্ত্রাস-জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়া হবে না উল্লেখ করে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান শেখ হাসিনা। জঙ্গি, সন্ত্রাস নির্মূলে খেলা ও সাংস্কৃতিক চর্চা বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি