ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

হাতিয়া গণহত্যা দিবস আজ

প্রকাশিত : ১০:০৬, ১৩ নভেম্বর ২০১৬ | আপডেট: ১০:০৬, ১৩ নভেম্বর ২০১৬

কুড়িগ্রামের হাতিয়া গণহত্যা দিবস আজ। ১৯৭১ সালের ১৩ নভেম্বর পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে প্রাণ হারায় ৬৯৭ জন নিরীহ গ্রামবাসী। উলিপুর উপজেলার হাতিয়া অনন্তপুর গ্রামে মুক্তিবাহিনীর অবস্থানের মিথ্যা তথ্যে হানাদার বাহিনী ও তার দোসররা রাতেই সশস্ত্র অবস্থান নেয়। ভোরে একে একে বাগুয়া অনন্তপুর, রামখানা, মন্ডলেরহাট, নয়াদাড়া, নীলকণ্ঠ ও দাগারকুঠি গ্রামের নারী-পুরুষকে ধরে এনে দাগারকুটিতে সারিবদ্ধ করে নির্বিচারে গুলি চালানো হয়। পরদিন এলাকাবাসী দাগারকুটি গ্রামেই ৬শ’ ৯৭ জনের মরদেহ গণকবর দেয়। ব্রহ্মপুত্রের ভাঙনে সে স্থানটি বিলীন হয়ে গেলেও হাতিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মাঠে স্থানান্তর করা হয় স্মৃতিস্তম্ভ। স্বাধীনতার ৪৫ বছর পরও বৃহত্তর রংপুরের সবচেয়ে বড় গণহত্যার শিকার মানুষগুলোর নাম শহীদদের তালিকায় স্থান পায়নি।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি