ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

মুখ দিয়ে লিখে জেএসসি পরীক্ষা দিচ্ছে জোবায়ের

প্রকাশিত : ১০:১০, ১৩ নভেম্বর ২০১৬ | আপডেট: ১০:১০, ১৩ নভেম্বর ২০১৬

অদম্য ইচ্ছা শক্তি আর অপার মনোবলে মুখ দিয়ে লিখে এবার জেএসসি পরীক্ষা দিচ্ছে প্রতিবন্ধী জোবায়ের। দুটো হাত অকেজো, সঙ্গে পা-ও; কথাও অস্পষ্ট। কিন্তু এগিয়ে যাবার স্বপ্ন তার দু’চোখ জুড়ে। জোবায়েরের এমনো স্বপ্নজয়ে প্রধানমন্ত্রী’র দৃষ্টি আকর্ষণ করে আকুতি জানিয়েছে তার পরিবার। জোবায়ের হুসাইন। জন্ম থেকেই প্রতিবন্ধি। তবু থামেনি স্বপ্ন দেখা; বড় বোন জুঁইয়ের সঙ্গে যেতে শুরু করে স্কুলে। প্রাথমিক সমাপণী পরীক্ষায় মুখ দিয়ে লিখে ভালো  ফলের পর আরো বেড়ে যায় তার উৎসাহ। অদম্য এ কিশোরের ন্যুনতম ভালভাবে বেঁচে থাকার খরচ যোগাতে কৃষক বাবা জমি বিক্রি করে টাকা জোগাড় করেছেন। জোবায়েরের স্বপ্নপূরণে দরকার আরো অনেক টাকা। জোবায়েরের সাফল্যে খুশি তার শিক্ষক ও সহপাঠিরাও। শারিরীক প্রতিবন্ধকতাকে ডিঙানো জোবায়ের আর্থিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করতে পারবে সহৃদয় মানুষের সহায়তায়- এমনটাই প্রত্যাশা তার স্বজন-প্রিয়জনদের।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি